google-site-verification: googlefee13efd94de5649.html " লাল গোলাপ " The Red Rose - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Friday, September 26

" লাল গোলাপ " The Red Rose

®আতিকুর রহমান  মুকুল                                                                                                                                                                      26-09-2014


 

" লাল গোলাপ " The Red Rose





আজ সকালে ঘুম থেকে উঠতে দেরী হয়ে গেলো



তাইতো ঘুম ঘুম চোখ কচলিয়ে কোনরকমে
ঘুমের পোশাক ছেড়ে, সকালের ট্রাউজার সেট
অঙ্গে জড়িয়েই শুরু করে দিলাম প্রভাত ফেরী ।
কিছুদূর যেতেই চোখ পড়ে গেলো একটা " লাল গোলাপে "
বিবস্ত্রে পড়ে আছে ডাস্টবিনে,
ছিঁড়ে আনা সদ্য প্রস্ফুটিত লাল গোলাপটা,
সমস্ত অবয়বে কাটা কাটা দাগ হিংস্র জানোয়ারদের বিষাক্ত থাবা,
গোলাপের গায়ে রক্তের ছোপ ছোপ লাল-কালচে ফোটা ফোটা রং,
পুরোটা শরীরে একি এই মানব সভ্যতার মানবতার বিবর্ণ ছাপ !



দেখার কেউ নেই,
কার বা কোন গাছে ফুটেছিল প্রস্ফুটিত গোলাপটি,
সবে তে যৌবনে এসেছে —
পৃথিবীকে চোখ জুড়িয়ে দেখে নেওয়া
এই তো সময় তার !
কিন্তু কিছু অসভ্য মানুষ নামে অমানুষের হাতে,
ধর্ষণের শিকারে - একি অবস্থা তার !!



© আতিকুর রহমান মুকুল 

No comments:

Post a Comment

Thank you very much.