পিক্সার কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পিউটার গ্রাফিকসে আগ্রহী যে কেউ রেন্ডারিং সফটওয়্যারটি বিনামূল্যে পাবেন। এ জন্য রেন্ডারম্যান সফটওয়্যারটির একটি নতুন সংস্করণ উন্মুক্ত করা হবে যাতে জলছাপ বা ব্যবহারের সময় নির্ধারণ করা থাকবে না।
কম্পিউটার গ্রাফিকস ম্যাগাজিন থ্রিডি ওয়ার্ল্ডের সম্পাদক ইয়ান ডিন এ প্রসঙ্গে জানিয়েছেন, দুই দশকের বেশি সময় ধরে ডিজনির অঙ্গপ্রতিষ্ঠান পিক্সারের রেন্ডারম্যান সফটওয়্যারটি বিনোদন, অ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্টসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রেন্ডারম্যান সফটওয়্যারের নতুন সংস্করণটি ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) শিল্পে আরও অবদান রাখবে বলেই আশা করছে পিক্সার কর্তৃপক্ষ।
পিক্সার হচ্ছে ওয়াল্ট ডিজনি কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান।
সফটওয়্যারটি পেতে রেন্ডারম্যানের ওয়েবসাইটে (http://renderman.pixar.com/view/registration) গিয়ে নিবন্ধন করতে হবে।


No comments:
Post a Comment
Thank you very much.