google-site-verification: googlefee13efd94de5649.html বিনামূল্যেই থ্রিডি সফটওয়্যার - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Friday, October 24

বিনামূল্যেই থ্রিডি সফটওয়্যার

থ্রিডি রেন্ডারিং সফটওয়্যার বিনামূল্যেই ব্যবহার করতে দেবে পিক্সার অ্যানিমেশন স্টুডিও। ‘রেন্ডারম্যান’ নামের এই সফটওয়্যার ব্যবহার করেই টয় স্টোরি, মনস্টারস ইনকরপোরেশন, হ্যারি পটারের মতো ছবি তৈরি হয়েছে। অবশ্য এই সফটওয়্যার বিনা খরচায় বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি দেবে না প্রতিষ্ঠানটি। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।




মার্কিন বাজার গবেষকেরা জানিয়েছেন, পিক্সারের তৈরি রেন্ডারম্যান সফটওয়্যারটিকে ‘ভিরে’, ‘আরনল্ড’ প্রভৃতি অ্যানিমেশন রেন্ডারিং সফটওয়্যারের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। বাজারে এই সফটওয়্যারের জনপ্রিয়তা ধরে রাখতে শিক্ষার্থী, প্রতিষ্ঠান, গবেষক ও গ্রাফিকস ডিজাইনারদের বিনামূল্যে এই সফটওয়্যার ব্যবহারের অনুমতি দেবে পিক্সার। তবে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাইলে তার জন্যও সফটওয়্যারের দাম কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পিক্সার কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পিউটার গ্রাফিকসে আগ্রহী যে কেউ রেন্ডারিং সফটওয়্যারটি বিনামূল্যে পাবেন। এ জন্য রেন্ডারম্যান সফটওয়্যারটির একটি নতুন সংস্করণ উন্মুক্ত করা হবে যাতে জলছাপ বা ব্যবহারের সময় নির্ধারণ করা থাকবে না।

কম্পিউটার গ্রাফিকস ম্যাগাজিন থ্রিডি ওয়ার্ল্ডের সম্পাদক ইয়ান ডিন এ প্রসঙ্গে জানিয়েছেন, দুই দশকের বেশি সময় ধরে ডিজনির অঙ্গপ্রতিষ্ঠান পিক্সারের রেন্ডারম্যান সফটওয়্যারটি বিনোদন, অ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্টসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রেন্ডারম্যান সফটওয়্যারের নতুন সংস্করণটি ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) শিল্পে আরও অবদান রাখবে বলেই আশা করছে পিক্সার কর্তৃপক্ষ।

পিক্সার হচ্ছে ওয়াল্ট ডিজনি কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান।

সফটওয়্যারটি পেতে রেন্ডারম্যানের ওয়েবসাইটে (http://renderman.pixar.com/view/registration) গিয়ে নিবন্ধন করতে হবে।

No comments:

Post a Comment

Thank you very much.