বাজার বিশ্লেষকেরা অবশ্য মাইক্রোসফটের এই সিদ্ধান্ত খুব কৌশলী বলতে নারাজ। তাঁরা বলছেন, উইন্ডোজ ব্যবহারকারীদের এই সফটওয়্যারটির সাম্প্রতিক সংস্করণ উইন্ডোজ ৮-এ নিয়ে আসার এ প্রচেষ্টাকে ভালো সিদ্ধান্ত বলা যায় না। ২০১২ সালে উইন্ডোজ ৮ উন্মুক্ত করলেও এখনো এ সংস্করণটি জনপ্রিয় হয়নি।
তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮-এর আপডেট ৮.১ ব্যবহারকারী মিলিয়ে বর্তমানে বাজারে ১৩.৪ শতাংশ এ সংস্করণটি দখল করতে পেরেছে। বর্তমানে পিসি অপারেটিং সিস্টেমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় উইন্ডোজ ৭। এ সংস্করণটির দখলে রয়েছে বাজারের ৫১.২ শতাংশ আর এক যুগ আগে বাজারে আসা উইন্ডোজ এক্সপি এখনো তুমুল জনপ্রিয়। বর্তমানে এক্সপির দখলে রয়েছে বাজারের ২৩.৮৯ শতাংশ।
এ বছরের শুরুতেই মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল, আগামী বছরের ২১ জানুয়ারি থেকে উইন্ডোজ ৭-এর মূল (বিনা মূল্যের) সমর্থন বন্ধ করে দেওয়া হবে। ২২ অক্টোবর পাঁচ বছর পূর্তি হচ্ছে উইন্ডোজ ৭-এর। ২০১৫ সালের ২১ জানুয়ারির পর থেকে ২০২০ সাল পর্যন্ত ‘এক্সটেনডেড সাপোর্ট’ দিয়ে চালাতে হবে উইন্ডোজ ৭। এর জন্য অর্থ খরচ করে নিরাপত্তা আপডেট ও অন্যান্য প্যাঁচ সমর্থন নিতে হবে।
এদিকে উইন্ডোজ ৭-এর বিদায়ঘণ্টা যেমন বাজছে, ওদিকে আবার উইন্ডোজ ৯-এর আগমনধ্বনি শোনা যাচ্ছে। কবে আসবে উইন্ডোজ ৯ অপারেটিং সিস্টেম? দীর্ঘদিন ধরেই উইন্ডোজপ্রেমীরা প্রতীক্ষার প্রহর গুনছেন। অবশেষে বিশ্বের বৃহৎ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, শিগগিরই শেষ হচ্ছে এই প্রতীক্ষা। নতুন উইন্ডোজের কারিগরি খুঁটিনাটি জানতে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ৩০ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মাইক্রোসফট। এই অনুষ্ঠান উপলক্ষে নির্বাচিত অতিথিদের কাছে দাওয়াতপত্রও পাঠিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। আমন্ত্রণপত্রে মাইক্রোসফট লিখেছে, ‘হিয়ার অ্যাবাউট হোয়াটস নেক্সট ফর উইন্ডোজ অ্যান্ড দ্য এন্টারপ্রাইজেস’।
মার্কিন প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, ৩০ সেপ্টেম্বরে নতুন উইন্ডোজের ফিচার ও করপোরেট ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা কী থাকছে, সে তথ্য জানাবে মাইক্রোসফট। ওই দিন মাইক্রোসফট নতুন যে উইন্ডোজের সংস্করণ আনবে তা অনানুষ্ঠানিকভাবে অনেকেই উইন্ডোজ ৯ বলছেন।
ইতিমধ্যে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ব্লগ, ওয়েবসাইটে উইন্ডোজ ৯ ঘিরে বিভিন্ন গুজব প্রকাশিত হয়েছে। যার মধ্যে কোনোটিতে নতুন স্টার্ট মেনুর কথা বলা হয়েছে আবার কোনোটিতে ভারচুয়াল ডেস্কটপের মতো ব্যবসাবান্ধব ফিচারের কথাও বলা হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, টাচস্ক্রিনযুক্ত পণ্যে ভালোভাবে কাজ করার জন্য নতুন সফটওয়্যারের নকশা করা হয়েছে। তবে অনেকেই আবার আশঙ্কা করছেন, প্রচলিত অফিসকর্মীদের সুবিধার্থে যে ধরনের উইন্ডোজের প্রত্যাশা করা হয়, উইন্ডোজ ৯ হয়তো সেই প্রত্যাশা পূরণ করতে পারবে না।


No comments:
Post a Comment
Thank you very much.