অ্যাপটিতে পুলিশের প্রধান কার্যালয়, বিভিন্ন রেঞ্জ পুলিশ, সারা দেশের সব মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ (জিআরপি), পুলিশের বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রিভার পুলিশ, টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশের টেলিকম এবং ইনফরমেশন মিডিয়া, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি), রাজারবাগ পুলিশ হাসপাতাল, র্যাবের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সব নম্বর পাওয়া যাবে। অ্যাপে রয়েছে নির্দিষ্ট নম্বর সার্চ করে খোঁজার ব্যবস্থাও। মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সাধারণ মানুষের যাতে উপকার হয়, সে জন্যই এ অ্যাপটি তৈরি করেছি। যত বেশি মানুষ এ অ্যাপের মাধ্যমে উপকার পাবে, ততই ভালো।’
হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করা মো. নাসির উদ্দিন কম্পিউটার বিজ্ঞান ও প্রোগ্রামিং বিষয়ে ডিপ্লোমা করেছেন। নিজের একান্ত ইচ্ছাতেই অ্যাপটি তৈরি করেছেন বলে জানান তিনি। মাত্র ১.৯ মেগাবাইটের এ অ্যাপটি বিনা মূল্যে অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে পাওয়া যাবে। শিগগিরই আইওএস এবং উইন্ডোজ চালিত স্মার্টফোনের জন্য অ্যাপটির সংস্করণ চালু হবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন। পাশাপাশি নিয়মিত অ্যাপটি হালনাগাদও করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/771903 ঠিকানায়।


No comments:
Post a Comment
Thank you very much.