অনেক ওয়েবসাইটের লেখা বা কোনো বিষয়বস্তু (কনটেন্ট) যে কেউ Ctrl +A চেপেই সবকিছু সিলেক্ট করে কপি করে নিতে পারে। যাঁদের ওয়েবসাইট তাঁরা হয়তো এটা চান না। কেননা, এর ফলে অনেক কিছুই হাতছাড়া হয়ে যেতে পারে। ওয়েবপেজের কনটেন্ট কপি করা ঠেকানো যেতে পারে জাভাস্ক্রিপ্টে কয়েক লাইনে প্রোগ্রামিং সংকেত দিয়েই। এ সংকেত আপনার ওয়েবসাইটের হেড ট্যাগে যুক্ত করলেই সব পেজ থেকে Ctrl +A চেপে সিলেক্ট করে কপি করা বন্ধ করতে পারবেন।
প্রোগ্রামিং সংকেত:
<script type=”text/JavaScript”>
//courtesy of hostcoding.com
function killCopy(e){
return false
}
function reEnable(){
return true
}
document.onselectstart=new Function (“return false”)
if (window.sidebar){
document.onmousedown=killCopy
document.onclick=reEnable
}
</script>
Friday, October 24
ওয়েবপেজ থেকে কোনো কিছু কপি করা ঠেকাতে
About তারুণ্যের কণ্ঠস্বর
নব্বইয়ের আন্দোলনে আমরা যে গণতন্ত্র পেয়েছিলাম, তা ছিল শিশু। সেটার যত্ন যেভাবে নেয়া উচিৎ ছিল তার ধারে কাছেও কেউ যেতে পারে নাই। তাই গণতন্ত্র আজ বিকলাঙ্গ হয়ে পড়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আমাদের গণতন্ত্র। তবে সময় ফুরিয়ে যায়নি। এখনো যদি আমরা সজাগ হই, যদি আমাদের মধ্যে দেশপ্রেমকে গুরুত্ব দেই, তবে এই বিকলাঙ্গ গণতন্ত্রই আবার সোজা হয়ে পথ চলতে পারবে। তবে কথা হচ্ছে, যারা এটা করতে পারবে তারাই আজ ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। তাদের শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করি।
বিজ্ঞান ও প্রযুক্তি
Tags
বিজ্ঞান ও প্রযুক্তি
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
Thank you very much.