সমনামঃ Catharanthus rosea
বাংলা নামঃ নয়নতারা,
পরিবারঃ Apocynaceae
গণঃ Vinca
প্রজাতিঃ Vinca rosea
[caption id="" align="alignnone" width="783"]
এই ফুলটির বাংলায় নামঃ নয়নতারা[/caption]অন্যাণ্য স্থানীয় নামঃ Cape periwinkle, Madagascar periwinkle, periwinkle, sadabahar, sadaphuli, sadasuhagi, sadsuhagan
পরিচিতিঃ ওয়েস্ট ইণ্ডিজের প্রজাতি। ছোট গাছ, ৬০-৮০ সেমি উঁচু। কাণ্ড কোনাচে বেগুনি। পাতা আয়তাকার, ৫-৭ সেমি লম্বা, মসৃণ। প্রায় সারা বছরই ফুল ফোটে। ফুল সাদা বা গোলাপি রঙের, গন্ধহীন; ৩-৩.৫ সেমি চওড়া, দলনল সরু, ২.৫ সেমি লম্বা, ৫ পাপড়ির মাঝখানে একটি গাঢ় রঙের ফোঁটা। বীজে চাষ। বাগানের বাইরে ও দেখা যায়।
ব্যবহারঃ মূল্যবান ভেষজ উদ্ভিদ।
রাসায়নিক উপাদানঃ এটি একটি গুল্মজাতীয় গাছ। সারা বছরই ফুল ফোটে। সাধারনতঃ ৭০-৮০ সেমি উচ্চতা।পাতা ৫-৭ সেমি লম্বা।এর ফুল সাধারনতঃ সাদা বেগুনী গোলাপী রঙের হয়।
গাছটিকে গরু বা ছাগল খায়না। বুনোজংলী এই গাছটি অনাদরে ও অবহেলায় বাঁচতে পারে। সারা বছরই এই ঘাছ থেকে ফুল পাওয়া যায়।
ভেজষ গাছ হিসাবে নয়নতারা বিশেষ পরিচিতি আছে। এই গাছের নিস্কাষিত রস হতে তৈরী ঔসধ আগে আফ্রিকাতে ডায়াবেটিকস রোগের চিকিৎসায় ব্যবহার হতো।এতে কিছু এলকালয়েড আছে যা বর্তমান যুগে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
বিস্তৃতিঃ বাংলাদেশের সর্বত্র দেখা যায়।


No comments:
Post a Comment
Thank you very much.