google-site-verification: googlefee13efd94de5649.html শিহরন জাগানো ভিডিও ! - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Monday, October 13

শিহরন জাগানো ভিডিও !

মানুষ অ্যাডভেঞ্চার-প্রিয়। অ্যাডভেঞ্চারে যেতে যেমন পছন্দ মানুষের, তেমনি পছন্দ করেন দেখতেও। তা যে ধরনের অ্যাডভেঞ্চারই হোক। সাইকেল চালানোর একটি অ্যাডভেঞ্চার সেটাই প্রমাণ করল।




বলা যায়, এটি একটি অনন্য অ্যাডভেঞ্চার। আর এই অ্যাডভেঞ্চারের ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার পরই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ইতিমধ্যেই আড়াই কোটিরও মানুষ এই ভিডিও দেখে নিয়েছেন।

এটি স্কটিশ ট্রায়াল সাইক্লিস্ট ড্যানি ম্যাকাস্কিলের ভিডিও। এই ভিডিওতে তাকে এমন কতগুলো পাহাড়ি ও বিপজ্জনক স্থানে সাইকেল চালাতে দেখা গেছে, যা দেখলে রীতিমতো চমকে যেতে হয়। ভিডিওটির শুটিং করা হয়েছে সেন্ট্রাল কোস্টের নিউ সাউথ ওয়েলসে।

ভিডিওটি দেওয়া হলো :

[youtube=http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xQ_IQS3VKjA#t=301]

No comments:

Post a Comment

Thank you very much.