মানুষ অ্যাডভেঞ্চার-প্রিয়। অ্যাডভেঞ্চারে যেতে যেমন পছন্দ মানুষের, তেমনি পছন্দ করেন দেখতেও। তা যে ধরনের অ্যাডভেঞ্চারই হোক। সাইকেল চালানোর একটি অ্যাডভেঞ্চার সেটাই প্রমাণ করল।
বলা যায়, এটি একটি অনন্য অ্যাডভেঞ্চার। আর এই অ্যাডভেঞ্চারের ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার পরই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ইতিমধ্যেই আড়াই কোটিরও মানুষ এই ভিডিও দেখে নিয়েছেন।
এটি স্কটিশ ট্রায়াল সাইক্লিস্ট ড্যানি ম্যাকাস্কিলের ভিডিও। এই ভিডিওতে তাকে এমন কতগুলো পাহাড়ি ও বিপজ্জনক স্থানে সাইকেল চালাতে দেখা গেছে, যা দেখলে রীতিমতো চমকে যেতে হয়। ভিডিওটির শুটিং করা হয়েছে সেন্ট্রাল কোস্টের নিউ সাউথ ওয়েলসে।
ভিডিওটি দেওয়া হলো :
[youtube=http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xQ_IQS3VKjA#t=301]
Monday, October 13
Tags
# খেলাধুলা
About তারুণ্যের কণ্ঠস্বর
নব্বইয়ের আন্দোলনে আমরা যে গণতন্ত্র পেয়েছিলাম, তা ছিল শিশু। সেটার যত্ন যেভাবে নেয়া উচিৎ ছিল তার ধারে কাছেও কেউ যেতে পারে নাই। তাই গণতন্ত্র আজ বিকলাঙ্গ হয়ে পড়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আমাদের গণতন্ত্র। তবে সময় ফুরিয়ে যায়নি। এখনো যদি আমরা সজাগ হই, যদি আমাদের মধ্যে দেশপ্রেমকে গুরুত্ব দেই, তবে এই বিকলাঙ্গ গণতন্ত্রই আবার সোজা হয়ে পথ চলতে পারবে। তবে কথা হচ্ছে, যারা এটা করতে পারবে তারাই আজ ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। তাদের শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করি।
খেলাধুলা
Tags
খেলাধুলা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
Thank you very much.