যশোরের কেশবপুরে গরুটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। কেশবপুরের জনৈক আব্দুল আজিজ বেপারী প্রতিদিন গরুটি প্রদর্শন করে উপার্জন করছেন টাকা।
সৃষ্টির কত লিলাখেলা। এমন লিলাখেলা তিনিই জানেন যিনি তাকে সৃষ্টি করেছেন। ঠিক যেনো আরেকটি গরুর অবয়ব। গরুটির পিঠের ওপরে সংযুক্ত রয়েছে দুটি পা ও একটি লেজ। যেন একের ভেতর দুই। গরুটি দেখতে কৌতূহলী মানুষ প্রতিদিনই ভিড় করছে গরুর মালিকের বাড়িতে।
তবে বিনা খরচায় নয়, গরুটি দেখতে লাগে ৫ টাকা। তারপরও একনজর দেখার ইচ্ছা অতি উৎসাহী মানুষের।
যশোরের কেশবপুরে গরুটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। কেশবপুরের জনৈক আব্দুল আজিজ বেপারী প্রতিদিন গরুটি প্রদর্শন করে উপার্জন করছেন টাকা।
যশোরের কেশবপুরে গরুটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। কেশবপুরের জনৈক আব্দুল আজিজ বেপারী প্রতিদিন গরুটি প্রদর্শন করে উপার্জন করছেন টাকা।


No comments:
Post a Comment
Thank you very much.