এর জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন- এর জন্য অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হেব। ⇓

. প্রথমেই Chrome Web Store এ যান। Facebook Themes এক্সটেনশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। অবশ্যই এক্সটেনশন, অ্যাপস নয়।
২. ওয়েবপেজটির একদম ডান পাশে এক্সটেনশনটি বরাবর Free অথবা Add to Chrome Button এ ক্লিক করুন। একটা ছোট্ট উইন্ডো আসবে। সেখানে Add এ ক্লিক করুন।
৩. এক্সটেনশনটি ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। এবার ক্রোম ব্রাউজারের একদম ডান পাশে এভাবে যান Customize and Control Google Chrome > Tools > Extensions। অথবা আপনি অ্যাড্রেসবারে লিখতে পারেন: chrome://extensions/ তাহলে দেখবেন ইনস্টল করা সব এক্সটেনশনের তালিকা দেখাচ্ছে।
৪. Facebook Themes এক্সটেনশনে গিয়ে Option এ ক্লিক করুন। এবার Explore ট্যাবে ক্লিক করুন। তাহলে এখানে ফেসবুক Theme এর তালিকা দেখাবে।
অথবা
Add করার সাথে সাথে একটি উইন্ডো খুলে যাবে যেখানে অনেকগুলো থিম দেখাবে। বাম পাশে থিম ক্যাটাগরি থেকেও পছন্দের থিম খুঁজে নিতে পারেন।
৭. ব্যাস হয়ে গেল!!! এবার ফেসবুক খুলে দেখুন আপনার পছন্দের থিম দেখাচ্ছে। এভাবে যেকোনো থিম পছন্দ করতে পারেন।
এখন যদি কখনো ডিফল্ট থিমে ফিরে যেতে চান তাহলে কী করবেন?
অ্যাড্রেসবারে chrome://extensions/ লিখুন। তালিকায় facebook themes এক্সটেনশনটি আন চেক বা Disable করে দিন।


No comments:
Post a Comment
Thank you very much.