google-site-verification: googlefee13efd94de5649.html মেয়র লোকমানের মৃত্যুবার্ষিকী পালন - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Saturday, November 1

মেয়র লোকমানের মৃত্যুবার্ষিকী পালন

পৌরসভার প্রয়াত মেয়র লোকমান হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করেছে লোকমান সংগ্রাম পরিষদ। শনিবার সকালে পৌর কবরস্থানের পাশে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়






এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, পৌর মেয়র কামরুজ্জামান কামজ্জামান কামরুল, মেয়রের স্ত্রী  তামান্না নুছরাত বুবলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মতিন ভূইয়াসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

এর আগে সকাল থেকেই মেয়র লোকমানের কবরে ফুলের শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠনসহ স্থানীয় লোকজন।

এসময় লোকমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

প্রতিবছরের ন্যায় এবারও ৭ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে লোকমান সংগ্রাম পরিষদ।

উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর নরসিংদী পৌরসভার প্রয়াত মেয়র লোকমান হোসেন নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।






No comments:

Post a Comment

Thank you very much.