টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশের তৃতীয় অধিনায়ক মুশফিক বললেন, ‘এ জয়ে আমরা অতিরিক্ত উচ্ছ্বাস করছি না।
ব্যাটিং-বোলিং ভালো হলেও ফিল্ডিংটা বলার মতো হলো না এ টেস্টেও। বেশ কিছু ক্যাচ পড়েছে বাংলাদেশ দলের। মুশফিক বললেন, ‘দুই দলই ক্যাচ হাতছাড়া করেছে। তবে ম্যাচে যারা কম ক্যাচ ছাড়ে, তারাই জেতে। আমরা ভবিষ্যতে এ বিভাগে আরও ভালো করার চেষ্টা করব।’ খুলনার দর্শকদের ধন্যবাদ জানাতে ভুললেন না বাংলাদেশ অধিনায়ক। আশা করলেন চট্টগ্রামে বাংলাদেশের ‘লাকি গ্রাউন্ডে’ আরও বেশি সমর্থন পাবেন।
ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া সাকিব বেশ বিনয়ের সঙ্গেই বললেন, ‘এ উইকেটে রান করা সহজ ছিল। ভুল না করলে আউট হওয়া মুশকিল। এ জয় দলীয় প্রচেষ্টারই ফল। তামিম, মাহমুদউল্লাহ, তাইজুল সবাই ভালো করেছে। আমি হয়তো নিজের মতো অবদান রাখার চেষ্টা করেছি।’
ইয়ান বোথাম ও ইমরান খানের পর ম্যাচে ১০ উইকেট ও সেঞ্চুরির রেকর্ড প্রসঙ্গে বললেন, ‘আমি আসলে এ বিষয়ে আগ থেকে জানতাম না। একজন সাংবাদিক (প্রথম আলো ক্রীড়া সম্পাদক) আমাকে জানানোর পর জেনেছি। আমার কাছে সিরিজ জেতাই ছিল গুরুত্বপূর্ণ। টেস্টে সিরিজ জেতা সব সময়ই আলাদা কিছু। আমরা তো এ ধরনের জয় সহজে পাই না।’


No comments:
Post a Comment
Thank you very much.