তিনি বলেন, জামায়াত পাকিস্তানের পক্ষ নিয়ে অপরাধ করে থাকলে সেদিন শেখ মুজিবও পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন। এজন্য তিনি বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে পাকিস্তানে চলে গিয়েছিলেন। তাজ উদ্দিনকে তিনি পাত্তা দেননি।
তিনি বলেন, আমাদের অর্থমন্ত্রীর কাছে ৪ হাজার কোটি টাকা কিছু না। অথচ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দেড় কোটি টাকা অনেক কিছু। স্বামীর প্রতিষ্ঠান থেকে কেউ টাকা নেয় একথা পাগলেও বিশ্বাস করবে না বলেও উল্লেখ করেন এই বুদ্ধিজীবী। অব্যাহত সংগ্রাম ছাড়া জনগণের মক্তি হবে না বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, এমদাদুল হক চৌধুরী, মো. ফারুক রহমান, জাকির হোসেন প্রমূখ।


No comments:
Post a Comment
Thank you very much.