google-site-verification: googlefee13efd94de5649.html বাংলাদেশকে যেভাবে ভারতের উপর নির্ভরশীল করছে আওয়ামীলীগ সরকার - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Wednesday, November 12

বাংলাদেশকে যেভাবে ভারতের উপর নির্ভরশীল করছে আওয়ামীলীগ সরকার

১/ বাংলাদেশে অনেক অভিজ্ঞতাসম্পন্ন কন্সট্রাকশন ফার্ম থাকার পরও যাত্রাবাড়ী ফ্লাইওভার বানানো হলো ভারতীয় কোম্পানি সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দিয়ে [১] যা বানানো হয় বিতর্কিত ব্যবসায়ী ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিমকে দিয়ে এবং তাতে অসংখ্য দুর্নীতির অভিযোগ ছিল [২] । সম্প্রতি এরা আবার ট্যাক্স হলিডেও পেয়েছে ।




[১] http://goo.gl/VhQWtv
[২] http://goo.gl/7TrDIx
[৩] http://goo.gl/aOuPP7



 

২/ বাংলাদেশে বিদেশে রফতানিকারী ঔষধ কোম্পানি থাকলেও শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল বানানো হলো ভারতের বিতর্কিত ‘অলিভ হেলথ কেয়ার’র মত কোম্পানি দিয়ে।
[৪] http://goo.gl/yFlCLI

৩/ দেশি কোম্পানিগুলোর যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও দ্বিতীয় ভৈরব সেতু বানানো হচ্ছে ভারতীয় কোম্পানি ইরকন ও এফকন্সকে দিয়ে। [৫]
[৫] http://goo.gl/KbXQjD

৪/ দেশি কোম্পানিগুলোর যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও দ্বিতীয় তিতাস রেলসেতু বানানো হচ্ছে ভারতীয় কোম্পনি গ্যানোন ও এফএলসিএলকে দিয়ে। [৫]
[৫] (http://goo.gl/KbXQjD

৫/ বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদন বন্ধ করে [৬] , ৩১২ কোটি টাকার ভ্যাকসিন আনা হয়েছে ভারতের অখ্যাত সিরাম ইন্সটিটিউট থেকে। [৭]
[৬] http://goo.gl/pDTgLO
[৭] http://goo.gl/xcZ1DR

৬/ বাংলাদেশে অজস্র ছাপাখান থাকলেও বোর্ডের বই ছাপানো হচ্ছে ভারতীয় কোম্পানি গফ সন্স ইন্ডিয়া, ক্যালিকো, রেপপ্রো ইন্ডিয়ামত কোম্পানি দিয়ে । [৮]
[৮]http://goo.gl/lDalr1

৭/ বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে [৯] ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে [১০]
[৯] http://goo.gl/RdyKng
[১০] http://goo.gl/5RqneP

৮/ বাংলাদেশে অসংখ্যা রিয়েল স্টেট গ্রুপ থাকলেও ভারতের সাহারাগ্রুপ দিয়ে উপশহর বানানো হচ্ছে। [১১]
[১১] http://goo.gl/1vnRTd

৯/ ভারতের নিম্নমানের রেল ইঞ্জিন কেনা হচ্ছে উচ্চমূল্য দিয়ে। [১২]
[১২] http://goo.gl/PWvuax

১০/ মান নিয়ে সংশয় থাকা সত্ত্বেও ভারত থেকে বাস-ট্রাক কেনা হচ্ছে [১৩]
[১৩] http://goo.gl/0jAEuF

১১/ বাংলাদেশে চাল পাচার করে [১৪] ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে। [১৫]
[১৪] http://goo.gl/KzxE52
[১৫] http://goo.gl/BWb5TG

১২/ অনুন্নত হওয়া সত্ত্বেও ভারত থেকে কেনা হচ্ছে ডেমু ট্রেন, যা এখন আমাদের পুরাই বোঝা হয়ে গেছে।[১৬]
[১৬] http://goo.gl/9aBPS9

১৩/ অনুন্নত হওয়া সত্ত্বেও ভারত থেকে কেনা হচ্ছে তেল ট্যাঙ্কার [১৭]
[১৭] http://goo.gl/1YGKsP

১৪/ অনুন্নত হওয়া সত্ত্বেও ভারত থেকে কেনা হচ্ছে ড্রেজার। [১৮]
[১৮] http://goo.gl/J4ZW1u

১৫/ বাংলাদেশে কোম্পানিগুলোকে ইচ্ছাকৃত অনুন্নত রেখে ভারতের অতিনিম্নমানের ওএনজিসি নামক কোম্পানিকে সাগরে গ্যাস উত্তোলন করতে দেয়া হয়েছে। [১৯]
[১৯] http://goo.gl/rpTDsP

১৬/ বাংলাদেশ পারলেও আমাদের ইনল্যান্ড নৌ টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে ভারত, তাও কুমুদিনী ট্রাস্টের ছত্রছায়ায়। [২০]
[২০] http://goo.gl/V9I6rE

১৭/ ঢাকার মেট্রোরেল বানানোর কাজ পেয়েছে ভারতের দিল্লী মেট্রো রেল কর্পোরেশন নামক আনকোরা এক কোম্পানি [২১]
[২১] http://goo.gl/udPFRs

১৮/ দেশী চামড়ার ফ্যাক্টরীতে চামড়া সাপ্লাই না দিয়ে, ভারতেই আগে চলে যাচ্ছে চামড়া, ব্যাবস্থাপনায় সরকারী দলের নেতাকর্মীরা। [২২]
[২২] http://goo.gl/y1JKKQ

উপরের যতগুলা উদাহরণ দেখলেন সব ক্ষেত্রেই হয় দেশী উদ্যোগতাদের ভাত মারা হয়েছে, নাহলে মানের দিক থেকে ইনফেরিওর জিনিস ভারত থেকে আনা হয়েছে। হয়তো বলবেন ভারত প্রতিবেশী, এখানে তো তারা আসবেই। হ্যা আপনাদের কথায় যুক্তি নেই, তা না। যেমন পোল্যান্ডে জার্মান জিনিসে সয়লাব, মেক্সিকো আমেরিকান জিনিসে, কিন্তু দক্ষিন কোরিয়া কিন্তু পূর্বে জাপান আর বর্তমানে চীনের জিনিসে সয়লাব হয়ে যায়নাই। এই দৃঢ়তা ছিল বলেই তাদের উত্থান ঘটেছে এমন গতিতে, যা মেক্সিকো বা পোল্যান্ডের ভাগ্যে জুটেনি।

লক্ষ্য করুন, বাংলাদেশ একটা ছোট ইকোনমির দেশ, এখানে বিগ টিকেট প্রোজেক্ট কিন্তু বড়োজোর ৩/৪ বিলিয়ন ডলারে যায়, যাও আসে কালে ভদ্রে। ফলে এইসব মিড সাইজ প্রোজেক্টে গণহারে ভারতীয় কোম্পানি আনার ফলে আমরা কিন্তু অসংখ্য ইন্ডাস্ট্রিতে নিজেদের ক্যাপাবিলিটি বিল্ড করা থেকে বঞ্চিত হচ্ছি।

আরএমজি সেক্টরে আমাদের ডমিনেন্স যে ইন্ডিয়ান ইনফিল্ট্রেশনের শিকার, এবং সেখানে গ্রোথ যে স্তিমিত হয়ে যাচ্ছে সেটা সবাই জানেন, ফলে আমাদের ভবিষ্যৎ গ্রোথ কোথা থেকে আসবে তাকি একবার চিন্তা করেছেন ? তাছাড়া ভারতে আমাদের টয়লেট্রিজ, ব্যাটারী, ক্যামিকেল ইত্যাদি কিছুই কিন্তু যাচ্ছেনা। উপরন্তু পশ্চাৎপদ সেভেন সিস্টারে আমরা যে বাজারটা ধরতে পারতাম, সেটাও সেখানে র‍্যাপিড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপম্যান্টের ফলে আমাদের হাতছাড়া হবে, কেননা আমরা যা বানাতাম, এখন সেই গুলা সেখানেই বানানো হবে। সেভেন সিস্টারে বড় বড় প্রোজেক্টের কাচামাল সাপ্লাই ট্রানজিট কিন্তু এই বেকুব আমরাই দিয়েছি।

ভারত কিন্তু কিছুই না প্ল্যান করে করেনা। এইযে ভারত নিজেদের বিদ্যুৎ ঘাটতি রেখে আমাদের টোকেন হিসেবে কাগজে কলমে ৫০০ মেগাওয়াট দেওয়ার নাম করে আমাদের গ্রীডে যুক্ত হোলও, সেটার লং টারম বেনেফিট কি তাদের ? অবশ্যই এনার্জি রিচ সেভেন সিস্টার থেকে বিদ্যুৎ একদিন আমাদের গ্রিড ব্যবহার করে ভারতেই নিয়ে যাবার মহাপরিকল্পনা তাদের।

তার মানে, ভারত যে এখানে শুধু ব্যবসা করছে তা নয়, এখান থেকে যে মুনাফা করছে তা নয়, ভারত বাংলাদেশকে পুরাই গতর খাটাচ্ছে তার নিজের উন্নয়নের জন্যেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পড়ে সরাসরি উপনিবেশের কনসেপ্ট চেঞ্জ হলেও, আমরা যে একটা ভারতীয় প্রটেক্টরেটে পরিণত হচ্ছি, সেটা নিয়ে কি কারও কোনও দ্বিমত আছে ?

অখন্ড ভারত, বা গ্রেটার ইন্ডিয়া এর গ্র্যান্ড ডিজাইন মতোই আগাচ্ছে ভারত। আর আমরা ?
/* কিছু লিঙ্ক দেশ ওয়া এর পেজ থেকে নেওয়া */

No comments:

Post a Comment

Thank you very much.