তাহলে কি ঠিক পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট? সোনালী বিশ্বকাপের দিকে আড় চোখে না তাকিয়ে, এবার সরাসরি তাকানোর সময় কি আসছে? যাদের কাছে বাংলাদেশের বিশ্বকাপ জয়টা অনেকটা কল্পনাতীত বলে মনে হতো তারাই এখন নিজেই নিজেকে চিমটি দিয়ে দেখছে সব ঠিক ঠাক আছে কিনা!
যে পাকিস্তানের বিপক্ষে আমরা গত ১৬ বছর একটা ম্যাচও জিতিনি তারাই কিনা হলো ৩-০ তে বাংলাওয়াশ! পুরা শক্তির দল নিয়ে খেলা একটি মাত্র টি-টোয়েন্টিতেও টাইগারদের সামনে দাড়াতেই পারেনি পাক শিবির আর টেস্টে টাইগার ব্যাটসম্যানদের বীরত্ব দেখে পুরা ক্রিকেট বিশ্বই তো হতবাক। টিম পাকিাস্তানের অসহায় আত্নসমর্পনের মধ্যে ম্যাশ স্কোয়াডের শক্তিই প্রতিফলিত হয়েছে প্রতিটি বলে বলে। টগবগে টাইগার বাহিনীর গর্জনে তুসের ঘরের মত ভেঙে পড়েছে পাকিস্তানের ব্যাটিং আর বোলিং লাইন আপ! অনেকে তো খেই হারিয়ে ফেলেছে, ভাবছে ' এ কোন বাংলাদেশ?'
এটা সেই বাংলাদেশ যে দেশের ছোট বাচ্চারাও গায় - 'আমরা করবো জয়', আবৃতি করে - "চল চল উর্ধো গগনে বাজে মাদল", পড়ে - "পারিব না বলে মুখ করিওনা ভার’’।
এবার সামনে এগিয়ে যাবার পালা। অনেক পথ পাড়ি দিতে হবে, পিছন ফিরে তাকানোর সময় কই ?

