গাজীপুর ডিবি পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ঢাকার এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম সাইদুল ইসলাম (৩৫)। তিনি ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার মৃত জইমত আলীর ছেলে এবং ঢাকার বাড্ডা ৯৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত শিমুলতলা ইউনিটের যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
গাজীপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. আমির হোসেন জানান, গ্রেফতারকৃত সাইদুরকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত পৌনে বারটার দিকে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় গেলে সাইদুরকে ছিনিয়ে নিতে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উরুতে গুলিবিদ্ধ অবস্থায় সাইদুরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় দুই ডিবি পুলিশ সদস্য আহত হন। তারা হলেন- ইয়াসিন (৩০) ও উজ্জ্বল (৩১)। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে গাজীপুর থানায় ২টি ও বাড্ডা থানায় ৫টি মামলা ছিল।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত কুমার পাল জানান, হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়ার সময় তার মৃত্যু হয়। তার দুই পায়ের উরুতে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া আহত দুই পুলিশ সদস্যকে ভর্তি করা হয়েছে।