google-site-verification: googlefee13efd94de5649.html ‘ইয়োম’ নামে নমনীয় ডিসপ্লে নিয়ে আসছে স্যামসাং - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Saturday, September 16

‘ইয়োম’ নামে নমনীয় ডিসপ্লে নিয়ে আসছে স্যামসাং

সম্প্রতি আইফোন টেনের ঘোষণা দিয়ে প্রযুক্তি বিশ্বকে চমক দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং বিশেষ চমক দেওয়ার কথা বলেছে। স্যামসাংয়ের মোবাইল ব্যবসা বিভাগের প্রধান ডংজিন কোহ বলেছেন, গ্যালাক্সি নোট সিরিজে চমক দেবে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি নোট ৯ হবে বিশ্বের প্রথম ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন। 
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এক সম্মেলনে সাংবাদিকদের কোহ বলেন, স্যামসাং আশা করছে আগামী বছর ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট লাইনে নমনীয় স্মার্টফোন আনা সম্ভব হবে। এ প্রযুক্তির স্মার্টফোন বাজারে ছাড়তে এখনো বেশ কিছু বাধা পেরোতে হবে। এসব সমস্যার সমধান না হলে অবশ্য ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন বাজারে আসা পেছাতে পারে। তবে স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান হিসেবে বলতে পারি, আমাদের লক্ষ্য পরের বছর। ওই বছর আসবে নমনীয় স্মার্টফোন।
এর আগেও স্যামসাংয়ের ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোনের কথা শোনা গেছে। ২০১৩ সালে ‘ইয়োম’ নামে নমনীয় ডিসপ্লের প্রটোটাইপ দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। অর্থাৎ চার বছর ধরে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন নিয়ে পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
এ বছরের জানুয়ারিতে গুঞ্জন উঠেছিল স্যামসাং গ্যালাক্সি এক্স নামের নমনীয় স্মার্টফোন বাজারে ছাড়বে। সাত ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লের ওই ডিভাইসটি ভাঁজ করে পকেটে রাখা যাবে। ওই সুবিধা ২০১৮ সালে বাজারে আসা নোট ৯-এ থাকবে কি না, তা জানা যায়নি।
সম্প্রতি অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে কোহ বলেন, স্যামসাং বর্তমানে স্পিকার নির্মাতা হারমানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমান স্পিকার তৈরিতে কাজ করছে। এ স্পিকার ব্যবহার করে ঘরের বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে। 

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।




No comments:

Post a Comment

Thank you very much.