নতুন কোচ হিসেবে মেসিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মাঠে, রসায়নটা জমেছেও দারুণ। মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন তারকা, ৮ গোল করেছেন। আরও গোল পেতেন। কিন্তু পোস্টে লেগেই যে ফিরেছে তাঁর ৬টি শট।
এসেছিলেন ঝড় মাথায় নিয়ে। চির প্রতিদ্বন্দ্বীরা জিতেছে লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ইতিহাসের অন্যতম সেরা ‘ত্রয়ী’ থেকে বিদায় নিয়েছেন একজন। দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচে হেরেছেন স্প্যানিশ সুপার কোপাতে। ক্লাব প্রেসিডেন্টের ওপর আস্থা হারিয়েছে ক্লাব। এই মৌসুমে বার্সেলোনার কপালে দুঃখ আছে এমন রায়ও দিয়ে ফেলছিলেন অনেকে। কিন্তু মৌসুমের শুরুর ম্যাচগুলো অন্য বার্তাই দিচ্ছে। নতুন কোচ এরনেস্তো ভেলভের্দে যেন সমস্যার ওপর দাঁড়িয়ে দারুণভাবেই গুছিয়ে নিয়েছেন দলকে। ঝড়ে টালমাটাল জাহাজটিকে সামলে নিয়েছেন, অভিজ্ঞতা আর চতুরতায় দলকে গেঁথেছেন এক সুতোয়। লিগ ও চ্যাম্পিয়নস লিগে এখনো পর্যন্ত গোল খায়নি বার্সা। এই কোচ কীভাবে বদলে দিলেন সমস্যা-সংকুল বার্সেলোনাকে?
দলবদল শেষেও আশা হারাননি :
ক্লাব কর্মকর্তা রবার্ট ফার্নান্দেজ তাঁকে জানিয়েছিলেন, ‘দলবদলের শেষ মুহূর্তে কাউকে দলে টানছে না বার্সা।’ ভেলভের্দে এর জবাবে বলেছিলেন, ‘আমরা এখনো আছি, থাকব, শান্তই থাকব।’
এসেছিলেন ঝড় মাথায় নিয়ে। চির প্রতিদ্বন্দ্বীরা জিতেছে লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ইতিহাসের অন্যতম সেরা ‘ত্রয়ী’ থেকে বিদায় নিয়েছেন একজন। দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচে হেরেছেন স্প্যানিশ সুপার কোপাতে। ক্লাব প্রেসিডেন্টের ওপর আস্থা হারিয়েছে ক্লাব। এই মৌসুমে বার্সেলোনার কপালে দুঃখ আছে এমন রায়ও দিয়ে ফেলছিলেন অনেকে। কিন্তু মৌসুমের শুরুর ম্যাচগুলো অন্য বার্তাই দিচ্ছে। নতুন কোচ এরনেস্তো ভেলভের্দে যেন সমস্যার ওপর দাঁড়িয়ে দারুণভাবেই গুছিয়ে নিয়েছেন দলকে। ঝড়ে টালমাটাল জাহাজটিকে সামলে নিয়েছেন, অভিজ্ঞতা আর চতুরতায় দলকে গেঁথেছেন এক সুতোয়। লিগ ও চ্যাম্পিয়নস লিগে এখনো পর্যন্ত গোল খায়নি বার্সা। এই কোচ কীভাবে বদলে দিলেন সমস্যা-সংকুল বার্সেলোনাকে?
দলবদল শেষেও আশা হারাননি :
ক্লাব কর্মকর্তা রবার্ট ফার্নান্দেজ তাঁকে জানিয়েছিলেন, ‘দলবদলের শেষ মুহূর্তে কাউকে দলে টানছে না বার্সা।’ ভেলভের্দে এর জবাবে বলেছিলেন, ‘আমরা এখনো আছি, থাকব, শান্তই থাকব।’
No comments:
Post a Comment
Thank you very much.