০১.প্রশ্ন:মোটরযান কাকে বলে ?
উত্তরঃ মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান,যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে।
০২.প্রশ্ন:গাড়ি চালনার আগে করণীয় কাজ কি কি?
উত্তরঃ ক.গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র (রেজিস্ট্রেশন সার্টিফিকেট,ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্সটোকেন,ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স (বিমা)সার্টিফিকেট,রুট পারমিট ইত্যাদি)গাড়ির সঙ্গে রাখা।
খ.গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা করা,না থাকলে পরিমাণ মতো নেওয়া।
গ.রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা,না থাকলে পরিমাণ মতো নেওয়া।
ঘ.ব্যাটারি কানেকশন পরীক্ষা করা।
ঙ.লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া।
চ.মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেকঅয়েল পরীক্ষা করা,কম থাকলে নেওয়া।
ছ.গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি না,নাট-বোল্ট টাইট আছে কি না অর্থাৎ সার্বিকভাবে মোটরযানটি ত্র“টিমুক্ত আছে কি না পরীক্ষা করা।জ.ব্রেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা।ঝ.অগ্নিনির্বাপকযন্ত্র এবং ফাস্টএইড বক্স গাড়িতে রাখা।ঞ.গাড়ির বাইরের এবং ভিতরের বাতির অবস্থা, চাকা (টায়ার কন্ডিশন/হাওয়া/নাট/এলাইমেন্ট/রোটেশন/স্পেয়ার চাকা) পরীক্ষা করা।
উত্তরঃ মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান,যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে।
০২.প্রশ্ন:গাড়ি চালনার আগে করণীয় কাজ কি কি?
উত্তরঃ ক.গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র (রেজিস্ট্রেশন সার্টিফিকেট,ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্সটোকেন,ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স (বিমা)সার্টিফিকেট,রুট পারমিট ইত্যাদি)গাড়ির সঙ্গে রাখা।
খ.গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা করা,না থাকলে পরিমাণ মতো নেওয়া।
গ.রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা,না থাকলে পরিমাণ মতো নেওয়া।
ঘ.ব্যাটারি কানেকশন পরীক্ষা করা।
ঙ.লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া।
চ.মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেকঅয়েল পরীক্ষা করা,কম থাকলে নেওয়া।
ছ.গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি না,নাট-বোল্ট টাইট আছে কি না অর্থাৎ সার্বিকভাবে মোটরযানটি ত্র“টিমুক্ত আছে কি না পরীক্ষা করা।জ.ব্রেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা।ঝ.অগ্নিনির্বাপকযন্ত্র এবং ফাস্টএইড বক্স গাড়িতে রাখা।ঞ.গাড়ির বাইরের এবং ভিতরের বাতির অবস্থা, চাকা (টায়ার কন্ডিশন/হাওয়া/নাট/এলাইমেন্ট/রোটেশন/স্পেয়ার চাকা) পরীক্ষা করা।
No comments:
Post a Comment
Thank you very much.