Tense ( কাল )
👉 Tense ( কাল ): কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে Tense বা কাল বলে ।
ইংরেজী ভাষা শেখা ও লেখার ক্ষেত্রে Tense এর গুরুত্ব অপরিসীম । তাই Tense কে ' ইংরেজী ভাষার প্রাণ ' অর্থাৎ Soul of English Lnaguage বলে । Tense প্রধানত তিন প্রকার, যথাঃ
Tense কাল
|
Present
Tense
|
Past
Tense
|
Future
Tense
|
👉 Present Tense ( বর্তমান কাল ): কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরূপ বুঝালে এর কালকে Present Tense বলে । যেমনঃ
আমি স্কুলে যাই
|
I go to school.
|
আমি স্কুলে যাচ্ছি
|
I am going to school.
|
👉 Past Tense ( অতীত কাল ): কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এরূপ বুঝালে এর কালকে Past Tense বলে । যেমনঃ
আমি স্কুলে গিয়েছিলাম
|
I went to school.
|
আমি স্কুলে যাচ্ছিলাম
|
I was going to school.
|
👉 Future Tense ( ভবিষ্যৎ কাল ): কোনো কাজ ভবিষ্যৎ কালে হবে বা হতে থাকবে বুঝালে এর কালকে Future Tense বলে। যেমনঃ
আমি স্কুলে যাব
|
I shall go to school.
|
আমি স্কুলে যেতে থাকবো
|
I shall be going to school.
|
📂 প্রতিটি Tense কে আবার চারভাগে ভাগ করা হয়েছে । যেমনঃ
Present Tense
|
Past Tense
|
Future Tense
|
Present Indefinite | Past Indefinite
|
Future Indefinite
|
Present Continuous | Past Continuous
|
Future Continuous
|
Present Perfect
|
Past Perfect
|
Future Perfect
|
Present Perfect Continuous
|
Past Perfect Continuous
|
Future Perfect Continuous
|
📂 Present Tense বর্তমান কাল
👉 Present Indefinite Tense: কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে এর কালকে Present Indefinite Tense বলে ।
📢 Present Indefinite Tense চেনার উপায় ঃ বাংলা ক্রিয়াপদের শেষে ই,এ,য়,ও ইত্যাদি থাকে, যেমনঃ যাই ( যা+ই ), যাও ( যা+ও ), যায় ( যা+য় ) ইত্যাদি ।
📢 গঠন প্রণালীঃ Subject এর পরে Verb এর Present রূপ ব্যবহৃত হয় । Subject যদি Third Person Singular Number হয়, তবে Verb এর শেষে s বা es যোগ হয় ।
📢 উদাহরনঃ
আমি যাই
|
, I go.
|
তুমি যাও
|
You go.
|
সে যায়
|
He goes.
|
📋 Note: চিরন্তন সত্য ( Universal Truth ) বা বর্তমান কালের কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বুঝাতে Present Indefinite Tense ব্যবহৃত হয় । যেমনঃ
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে
|
The earth moves round the sun.
|
সূর্য পূর্ব দিকে উঠে
|
The sun rises in the east.
|
সে প্রত্যহ এখানে আসে
|
He comes here everyday.
|
আকবর বাংলা বছর প্রবর্তন করেন
|
Akbar innovates Bangla year.
|
👉 Present Continuous Tense: কোন কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে এর কালকে Present Continuous Tense বলে।
📢 Present Continuous Tense চেনার উপায় ঃ বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছ, ইতেছে ( সাধু রূপ ) / চ্ছি, চ্ছ, চ্ছে, ছি, ছ, ছেন ( চলিত রূপ ) থাকে ।
📢 গঠন প্রণালীঃ Subject এর পরে Number ও Person অনুসারে am, is, are, বসে এবং এরপর মূল Verb এর শেষে ing যোগ হয় ।
Subject+am/is/are+মূল Verb এর সাথে ing
|
📢 উদাহরনঃ
আমি যাইতেছি / আমি যাচ্ছি
|
I am going ( go+ing )
|
তুমি যাইতেছ / তুমি যাচ্ছ
|
You are going.
|
📋 Note (i): Feel, hear, fear, see, smell, desire, love, like, live, want, wish, belong, possess, understand, know, think, believe, expect, remember ইত্যাদি Verbগুলোর Present Continuous Tense না হয়ে Present Indefinite Tense হয় । যেমনঃ
আমি একটি পাখি দেখেছি
|
I see a bird.
|
তুমি কি তাকে বিশ্বাস করছ ?
|
Do you believe him ?
|
Incorrect ❎
|
Correct ✅
|
I am seeing a bird.
|
I see a bird.
|
I am feeling unwell.
|
I feel unwell.
|
He is living in Dhaka.
|
He lives in Dhaka.
|
I am hearing her singing a song.
|
I hear her singing a song.
|
📢 বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক ক্ষেত্রে উপরের Verb গুলোর Present Continuous Tense হয় । যেমনঃ
👉 যখন কোনো মতামত চাওয়া হয় তখন ' Think ' Present Continuous Tenseএ ব্যবহৃত হয় । যেমনঃ
কি চিন্তা করছ ?
|
What are you thinking about ?
|
👉 প্রতীক্ষা বুঝাতে ' Expect ' Continuous Tense এ ব্যবহৃত হয় । যেমনঃ
আমি তোমার আগমন প্রতীক্ষা করছি
|
I am expecting your arrival.
|
📋 Note (ii): নিকটবর্তী ভবিষ্যৎ বুঝাতে অনেক সময় ( Come ও Go Verb এর ক্ষেত্রে ) ভবিষ্যৎ কালের পরিবর্তে Continuous Tense হয় । যেমনঃ
তুমি কি আজ আসবে ?
|
Are you coming today ?
|
আমি আগামীকাল ঢাকা যাব
|
I am going to Dhaka tomorrow.
|
👉 Present Perfect Tense: কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান / বিদ্যমান আছে এরূপ বুঝালে এর কালকে Present Perfect Tense বলে ।
📢 Present Perfect Tense চেনার উপায় ঃ বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে ( সাধু রূপ ) এছি, এছ, এছে ( চলিত রূপ ) থাকে ।
📢 গঠন প্রণালীঃ Subject এরপর Number ও Person অনুসারে have বা has বসে এবং তারপরে মূল Verb এর Past Participle হয় ।
Subject + have বা has + মূল Verb এর Past Participle
|
📢 উদাহরনঃ
আমি করিয়াছি / আমি করেছি
|
I have done.
|
তুমি করিয়াছ / তুমি করেছ
|
You has done.
|
সে করিয়াছে / সে করেছে
|
He has done.
|
📋 Note (i): বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াচ্ছ, ইত্যাদি থাকা সত্ত্বেও অতীত কালের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে Verb এর Present Perfect Tense না হয়ে Past Indefinite Tense হয় । যেমনঃ
সে গতকল্য আসিয়াছে ( এসেছে )
|
He came yesterday.
|
লোকটি গতকল্য ্মারা গিয়াছে ( গিয়েছে )
|
The man died yesterday.
|
📋 Note (ii): কোনো ক্রিয়ার শেষে নি, নাই ইত্যাদি থাকলে Present Perfect Tense বা Past Indefinite Tense দু'টিই হয় । যেমনঃ
আমি ভাত খাইনি
|
I have not eaten rice / I did not eat rice.
|
তিনি আসেননি
|
He has not come / He did not come.
|
📋 Note (iii): অতীত কালের ঘটনা এখনো চলছে এরূপ বুঝালে Present Perfect Tense হয় । যেমনঃ
সে পরীক্ষায় সবসময় প্রথম হয়ে আসছে
|
He has always come first in the exams.
|
আমি তাকে পাঁচ বছর ধরে চিনি
|
I have know him for five years.
|
📋 Note (iv): কোনো Sentence এ Just, Just now, Already, Ever, Never, So Far ইত্যাদি Adverb থাকলে Present Perfect Tense হয় । যেমনঃ
সে সবেমাত্র এখানে এসেছে
|
He has just come here.
|
সে কখনো ঢাকা যায়নি
|
He has never gone to Dhaka.
|
📋 Note (v): অনেক ক্ষেত্রে বাংলায় Present Perfect Tense বুঝালেও ইংরেজীতে Present Indefinite Tense হয়ে থাকে । যেমনঃ
সূর্য উঠেছে
|
The sun is up.
|
সেদিন চলে গেছে
|
Those days are gone.
|
👉 Present Perfect Continuous Tense: কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বুঝালে এর কালকে Present Perfect Continuous Tense বলে ।
📢 Present Perfect Continuous Tense চেনার উপায় ঃ কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে এখনো চলছে বুঝায় ।
📢 গঠন প্রণালীঃ Subject এর পরে Person ও Number অনুযায়ী have been বা has been বসে এবং তারপর মূল Verb এর সাথে ing যোগ হয় ।
Subject+have been / has been + মূল Verb এর সাথে ing
|
📢 উদাহরনঃ
আমি দুই ঘন্টা যাবত পড়িতেছি / পড়ছি
|
I have been reading for two hours.
|
সে দুই ঘন্টা যাবত পড়িতেছে / পড়ছে
|
He has been reading for two hours.
|
📋 Note (i): ব্যাপক সময় ( Period of time ) বুঝালে for এবং অতীতে কোনো নির্দিষ্ট সময় (Point of time) বুঝালে Since বসে । যেমনঃ
সে তিন ঘন্টা যাবত পড়িতেছে
|
He has been reading for three hours.
|
সকাল হইতে বৃষ্টি হইতেছে / হচ্ছে
|
It has been raining since morning.
|
( Continue / চলবে..........)
No comments:
Post a Comment
Thank you very much.