google-site-verification: googlefee13efd94de5649.html " Tense " হলো ইংরেজী ভাষার প্রাণ Soul of English Language ( Part-1 ) - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Monday, July 19

" Tense " হলো ইংরেজী ভাষার প্রাণ Soul of English Language ( Part-1 )

 Tense ( কাল )

👉 Tense ( কাল ): কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে  Tense বা কাল বলে ।


ইংরেজী ভাষা শেখা ও লেখার ক্ষেত্রে Tense এর গুরুত্ব অপরিসীম । তাই Tense কে ' ইংরেজী ভাষার প্রাণ ' অর্থাৎ Soul of English Lnaguage বলে । 

 Tense প্রধানত তিন প্রকার, যথাঃ 

Tense কাল

Present Tense

Past Tense

Future Tense

👉 Present Tense ( বর্তমান কাল ):   কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরূপ বুঝালে এর কালকে Present Tense বলে । যেমনঃ 

 আমি স্কুলে যাই

 I go to school.

 আমি স্কুলে যাচ্ছি

 I am going to school.

👉 Past Tense ( অতীত কাল ): কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এরূপ বুঝালে এর কালকে Past Tense বলে । যেমনঃ 

 আমি স্কুলে গিয়েছিলাম

 I went to school.

 আমি স্কুলে যাচ্ছিলাম

 I was going to school.

👉 Future Tense ( ভবিষ্যৎ কাল ):   কোনো কাজ ভবিষ্যৎ কালে হবে বা হতে থাকবে বুঝালে এর কালকে Future Tense বলে। যেমনঃ 

 আমি স্কুলে যাব

 I shall go to school.

 আমি স্কুলে যেতে থাকবো

 I shall be going to school.

📂 প্রতিটি Tense কে আবার চারভাগে ভাগ করা হয়েছে । যেমনঃ 

Present Tense 

Past Tense 

Future Tense 

 Present Indefinite

Past Indefinite

Future Indefinite

 Present Continuous

Past Continuous

Future Continuous 

 Present Perfect

Past Perfect  

Future Perfect  

 Present Perfect Continuous

Past Perfect Continuous 

Future Perfect Continuous 

📂 Present Tense বর্তমান কাল 

👉 Present Indefinite Tense: কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে এর কালকে Present Indefinite Tense বলে ।

📢 Present Indefinite Tense চেনার উপায় ঃ বাংলা ক্রিয়াপদের শেষে ই,এ,য়,ও ইত্যাদি থাকে, যেমনঃ যাই ( যা+ই ), যাও ( যা+ও ), যায় ( যা+য় ) ইত্যাদি ।

📢 গঠন প্রণালীঃ Subject এর পরে Verb এর Present রূপ ব্যবহৃত হয় । Subject যদি Third Person Singular Number হয়, তবে Verb এর শেষে s বা es যোগ হয় । 

📢 উদাহরনঃ 

 আমি যাই

I go. 

 তুমি যাও

You go.

 সে যায়

He goes. 

📋 Note: চিরন্তন সত্য ( Universal Truth ) বা বর্তমান কালের কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বুঝাতে Present Indefinite Tense ব্যবহৃত হয় । যেমনঃ 

 পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে

 The earth moves round the sun.

 সূর্য পূর্ব দিকে উঠে

 The sun rises in the east.

 সে প্রত্যহ এখানে আসে

 He comes here everyday.

 আকবর বাংলা বছর প্রবর্তন করেন

 Akbar innovates Bangla year. 

👉 Present Continuous Tense: কোন কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে এর কালকে Present Continuous Tense বলে। 

📢 Present Continuous Tense চেনার উপায় ঃ বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছ, ইতেছে ( সাধু রূপ ) / চ্ছি, চ্ছ, চ্ছে, ছি, ছ, ছেন ( চলিত রূপ ) থাকে ।  

📢 গঠন প্রণালীঃ Subject এর পরে Number ও Person অনুসারে am, is, are, বসে এবং এরপর মূল Verb এর শেষে ing যোগ হয় ।

Subject+am/is/are+মূল Verb এর সাথে ing

📢 উদাহরনঃ 

 আমি যাইতেছি / আমি যাচ্ছি 

 I am going ( go+ing )

 তুমি যাইতেছ  / তুমি যাচ্ছ 

 You are going.

📋 Note (i): Feel, hear, fear, see, smell, desire, love, like, live, want, wish, belong, possess, understand, know, think, believe, expect, remember ইত্যাদি Verbগুলোর Present Continuous Tense না হয়ে Present Indefinite Tense হয় । যেমনঃ 

 আমি একটি পাখি দেখেছি

 I see a bird.

 তুমি কি তাকে বিশ্বাস করছ ? 

 Do you believe him ?

 Incorrect

Correct ✅ 

 I am seeing a bird.

 I see a bird.

 I am feeling unwell.

 I feel unwell.

 He is living in Dhaka.

 He lives in Dhaka.

 I am hearing her singing a song.

 I hear her singing a song.

📢 বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক ক্ষেত্রে উপরের Verb গুলোর Present Continuous Tense হয় । যেমনঃ 

👉 যখন কোনো মতামত চাওয়া হয় তখন ' Think ' Present Continuous Tenseএ ব্যবহৃত হয় । যেমনঃ

 কি চিন্তা করছ ? 

 What are you thinking about ? 

👉 প্রতীক্ষা বুঝাতে ' Expect ' Continuous Tense এ ব্যবহৃত হয় । যেমনঃ  

 আমি তোমার আগমন প্রতীক্ষা করছি

 I am expecting your arrival.

📋 Note (ii): নিকটবর্তী ভবিষ্যৎ বুঝাতে অনেক সময় ( Come ও Go Verb এর ক্ষেত্রে ) ভবিষ্যৎ কালের পরিবর্তে Continuous Tense হয় । যেমনঃ 

 তুমি কি আজ আসবে ?

 Are you coming today ?

 আমি আগামীকাল ঢাকা যাব 

 I am going to Dhaka tomorrow.

👉 Present Perfect Tense: কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান / বিদ্যমান আছে এরূপ বুঝালে এর কালকে Present Perfect Tense বলে । 

📢 Present Perfect Tense চেনার উপায় ঃ বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে ( সাধু রূপ ) এছি, এছ, এছে ( চলিত রূপ ) থাকে । 

📢 গঠন প্রণালীঃ Subject এরপর Number ও Person অনুসারে have বা has বসে এবং তারপরে মূল Verb এর Past Participle হয় । 

Subject + have বা has + মূল Verb এর Past Participle

📢 উদাহরনঃ 

 আমি করিয়াছি / আমি করেছি

I have done.

 তুমি করিয়াছ / তুমি করেছ

You has done.

 সে করিয়াছে / সে করেছে

He has done

📋 Note (i): বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াচ্ছ, ইত্যাদি থাকা সত্ত্বেও অতীত কালের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে Verb এর Present Perfect Tense না হয়ে Past Indefinite Tense হয় । যেমনঃ

সে গতকল্য আসিয়াছে ( এসেছে )

He came yesterday.

লোকটি গতকল্য ্মারা গিয়াছে ( গিয়েছে ) 

The man died yesterday. 

📋 Note (ii): কোনো ক্রিয়ার শেষে নি, নাই ইত্যাদি থাকলে Present Perfect Tense বা Past Indefinite Tense দু'টিই হয় । যেমনঃ 

 আমি ভাত খাইনি

I have not eaten rice / I did not eat rice.

 তিনি আসেননি 

He has not come / He did not come.

📋 Note (iii): অতীত কালের ঘটনা এখনো চলছে এরূপ বুঝালে Present Perfect Tense হয় । যেমনঃ 

 সে পরীক্ষায় সবসময় প্রথম হয়ে আসছে

He has always come first in the exams. 

আমি তাকে পাঁচ বছর ধরে চিনি

I have know him for five years. 

📋 Note (iv): কোনো Sentence এ Just, Just now, Already, Ever, Never, So Far ইত্যাদি Adverb থাকলে Present Perfect Tense হয় । যেমনঃ 

 সে সবেমাত্র এখানে এসেছে 

He has just come here.

 সে কখনো ঢাকা যায়নি

He has never gone to Dhaka.

📋 Note (v): অনেক ক্ষেত্রে বাংলায় Present Perfect Tense বুঝালেও ইংরেজীতে Present Indefinite Tense হয়ে থাকে । যেমনঃ 

 সূর্য উঠেছে

The sun is up. 

 সেদিন চলে গেছে 

Those days are gone. 

👉 Present Perfect Continuous Tense: কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বুঝালে এর কালকে Present Perfect Continuous Tense বলে ।

📢 Present Perfect Continuous Tense চেনার উপায় ঃ কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে এখনো চলছে বুঝায় ।

📢 গঠন প্রণালীঃ Subject এর পরে Person ও Number অনুযায়ী have been বা has been বসে এবং তারপর মূল Verb এর সাথে ing যোগ হয় ।

Subject+have been / has been + মূল Verb এর সাথে ing

📢 উদাহরনঃ

 আমি দুই ঘন্টা যাবত পড়িতেছি / পড়ছি

I have been reading for two hours. 

 সে দুই ঘন্টা যাবত পড়িতেছে / পড়ছে 

He has been reading for two hours. 

📋 Note (i): ব্যাপক সময় ( Period of time ) বুঝালে for এবং অতীতে কোনো নির্দিষ্ট সময় (Point of time) বুঝালে Since বসে । যেমনঃ 

 সে তিন ঘন্টা যাবত পড়িতেছে 

He has been reading for three hours.

 সকাল হইতে বৃষ্টি হইতেছে / হচ্ছে

It has been raining since morning. 



( Continue / চলবে..........)












No comments:

Post a Comment

Thank you very much.