google-site-verification: googlefee13efd94de5649.html " Tense " হলো ইংরেজী ভাষার প্রাণ Soul of English Language ( Part-2 ) - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Tuesday, July 20

" Tense " হলো ইংরেজী ভাষার প্রাণ Soul of English Language ( Part-2 )

 Hello বন্ধুরা ! সবাই কেমন আছেন ? আজ এসেছি আমি Tense সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে । গত পর্বে আমরা আলোচনা করেছিলাম Tense বা কালের Present Tense নিয়ে । 


আজ আমরা আলোচনা করবো Past Tense নিয়ে । কথা না বাড়িয়ে চলুন Past Tense নিয়ে আলোচনা শুরু করি । 

📂 Past Tense  অতীত কাল

👉 Past Indefinite Tense:  কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে এর কালকে Past Indefinite Tense বলে ।  

📢 Past Indefinite Tense চেনার উপায় ঃ বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, ল, নি, নাই ইত্যাদি থাকে ।

📢 গঠন প্রণালীঃ Subject এর পর Verb এর Past Tense এর রূপ হয় .

📢 উদাহরনঃ 

আমি করেছিলাম

I did.

 আমি বাজারে গিয়েছিলাম

I went to market.

সে গ্লাসটি ভাংগেনি

He did not break the glass.

👉 Past Continuous Tense: কোন কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে এর কালকে Past Continuous Tense বলে । 

📢 Past Continuous Tense চেনার উপায় ঃ সাধারনত বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি থাকে । 

📢 গঠন প্রণালীঃ Subject এর পরে Person ও Number অনুসারে Was বা Were বসে, তারপর মূল Verb এর সাথে ing যোগ হয় । 

 Subject + was / were + মূল Verb এর সাথে ing যোগ

📢 উদাহরনঃ 

 আমি পড়িতেছিলাম

 I was reading.

 তুমি পড়িতেছিলে

 You were reading.

 ছেলেটি গান করছিল

 The boy was singing. 

📋 Note (i):  অতীত কালের দুইটি কাজ একই সাথে চলছিল বুঝালে দু'টিরই Past Continuous Tense হয়। যেমনঃ 

তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন আমি বই পড়ছিলাম 

I was reading a book while he was sleeping. 

📋 Note (ii): অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আর একটি কাজ সম্পাদিত হয়েছিল বুঝালে যেটি চলছিল সেটির Past Continuous Tense এবং অন্যটি Past Indefinite Tense হয়। যেমনঃ 

 সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম 

When he came to me , I was reading a novel.  

👉 Past Perfect Tense: অতীত কালে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে এর কালকে Past Perfect Tense বলা হয় ।

📢 Past Continuous Tense চেনার উপায় ঃ অতীতে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংঘটিত হয়েছিল বুঝায় ।

📢 গঠন প্রণালীঃ 

  1. যে কাজটি আগে হয় তার Past Perfect অর্থাৎ মূল Verb এর Past Participle এবং এর পূর্বে  had বসবে । 
  2. যে কাজটি পরে হয় তার Past Indefinite Tense হয় ।

📢 উদাহরনঃ 

ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল 

 The patient had died before the doctor came.

রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল 

 The doctor came after the patient had died.

📋 Note (i): সাধারণত before এর পূর্বে এবং after এর পরে Past Perfect Tense হয় ।

📋 Note (ii): দুটি অতীত ঘটনা that দ্বারা যুক্ত হলে সাধারণত that এর পরবর্তী Verb এর Past Perfect Tense হয় । যেমনঃ 

 রহিম বলল যে সে কাজটি করেছিল

Rahim said that he had done the work. 

📋 Note (iii): যেতে না যেতে, আসতে না আসতে, ইত্যাদি অসমাপিকা ক্রিয়া থাকলে No sooner had.........than দিয়ে Sentence টি আরম্ভ করতে হয় । যেমনঃ 

শিক্ষক শ্রেনীকক্ষে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়াল 

No sooner had the teacher entered the class room than the students stood up. 

👉 Past Perfect Continuous Tense: অতীতে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল বুঝালে এর কালকে Past Perfect Continuous Tense বলে ।

📢 গঠন প্রণালীঃ যে কাজটি আগে হচ্ছিল তা  Past Perfect Continuous Tense অর্থাৎ Subject এর পরে had been বসে + মূল Verb এর সাথে ing যোগ হয় এবং যেটি পরে হয়েছিল তার Past Indefinite Tense হয় । 

📢 উদাহরনঃ

তুমি আসিবার পূর্বে সে একঘন্টা যাবত খেলতেছিল 

He had been playing for an hour before you came. 

দুই ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছিল 

It had been raining for two hours. 



( Continue / চলবে..........)
















1 comment:

Thank you very much.