google-site-verification: googlefee13efd94de5649.html হৃদয় ডায়েরি : একটি অতি ব্যক্তিগত বোধ - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Sunday, August 31

হৃদয় ডায়েরি : একটি অতি ব্যক্তিগত বোধ

 প্রতিটি মানুষেরই একটা গোপন হৃদয় ডায়েরি থাকে |



যে ডায়েরিতে তার সুখ দুঃখ , আনন্দ বেদনা , অতীব গোপনীয় সবকিছুই লিখা থাকে |



তার একাকিত্ব , যন্ত্রণা , প্রেম ভালোবাসা , বিরহ ও হর্ষ | একান্ত ভালোলাগা , নিজের চোখে ধরা পড়া নিজের ভুল ।



রাত গভীরে হৃদয়খানি হুহু করে কেঁদে ওঠার কারণ , পেছনে ফেলে আসা স্মৃতি , আগামীর স্বপ্ন | 

যা সে একান্তই কাছের কাউকেও বলতে পারে না | বলতে চাইলেও পারে না | আবার বলতে পারলেও বলে না |

মানসিক দিক থেকে আমরা প্রতিটি মানুষই খুব জটিল একটি চরিত্র বহন করি | যতই বলি না কেন আমি সহজ সরল , সে বোকা , তুমি চালাক |

এই সবকিছুর চেয়ে একটি বড় সত্য হলো - প্রত্যেকেই এক একটা জটিল ও ইউনিক চরিত্র বহন করি |

জটিলতাই হলো আমাদের মূল বৈশিষ্ট | অনেক কিছুই থাকে যা আমাদের একান্ত কাছের কারও কাছেও প্রকাশ করতে পারি না |

কেউ কেউ কাছের খুব কাছের মানুষ হলে আমরা তাকে সেই হৃদয় ডায়েরি পড়ার অনুমতি দিয়ে দেই , আর তা করি নিজের ভালোলাগায় - ভালোবাসায় , নিজের অজান্তেই | 

সেই মানুষ হয়তো আমাদেরকে এমন ভালোবাসা বা স্বপ্ন কিংবা আত্মীয়তা দেয় যার ফলে তাকে আমরা একেবারে

হৃদয় ডায়েরির প্রতিটি পাতায় পাতায় বিচরণ করার অনুমতি দিয়ে দেই | কিংবা অনেক সময় আমরা চাই সেই মানুষটি যেন তা করে |

এটা হয় যখন আমরা কাউকে খুব কমফোর্ট ফিল করি |

ভাবি সে আমার সবকিছু জানলে আমার ভালো লাগবে | আবার মাঝে মাঝে হয়তো এমনও হয় তাকে হাতে ধরে টেনে চেয়ারে বসিয়ে

সেই ডায়েরিটা হাতে তুলে দিচ্ছি বা দিতে চাচ্ছি | এমন মূহুর্ত বা অবস্থাটি  মানুষের জীবনের অতি গুরুত্বপূর্ণ ও জটিলএকটি অবস্থা |

এমন সময় হয়তো আমরা দেখি সেই প্রিয় মানুষটি আমার হৃদয় ডায়েরি পড়ার সময় কোথায় তার !

সে হয়তো উদগ্রীব হয়ে আছে অন্য কোন হৃদয়ে বাসা বাঁধার , অন্য কোন ডায়েরি হস্তগত করার | আমার হৃদয় ডায়েরি তাকে হয়তো বিন্দুমাত্র আকর্ষণ করে না |

কি পাবে সে এই ডায়েরিতে ? আমার মতো সাধারণ ও নগন্য মানুষের হৃদয় ডায়েরির পাতায় চোখ রেখে শুধু শুধু চোখ ঝাপসা করার কোন মানে হয় না তার কাছে | 

হয়তোবা এর কোন মূল্যই তার কাছে নাই , আর আমি কি না বোকার মতো ঝলমলে দৃষ্টি নিয়ে তার চোখে রাখছি চোখ |

আমি কি না হৃদয় ডায়েরির প্রতিটি পাতা খুলে ধরছি তার চোখের সামনে  ... আহা ! কি বোকা , কি উদগ্রীব , উন্মাদ ! তাকে ছাড়া কি অসহায় আমি !

আর সে কি না বার বার চোখ ফিরিয়ে নেয় | তার চোখ খুঁজে কোন চন্দ্র সূর্যের কাহিনী | তার চোখ খুঁজে কোন বিখ্যাত হৃদয় ডায়েরি |

 

আবার হয়তোবা সে কখনও পড়তে চাইবে , কিছুটা আকর্ষণ বোধ করবে , কিন্তু সেদিন হয়তো সেই ডায়েরিটা তার হাতে দেয়া হবে না ,

দেয়া   যাবে না | কেননা , এটা এমনই এক বিষয় যে যখন তখন কাউকে তা দেয়া যায় না | হোক সে যতই কাছের |

এখানেইতো মানুষের মানসিক সব জটিলতা | যতোই কাছের হোক ঠিক সময়ে ঠিক দরজায় কড়া না নাড়লে আমরা হৃদয়ের দরজা খুলতে পারি না |

যদি পারতাম তাহলে এতো বিরহ বিচ্ছেদ থাকতো না |

আমরা সহজ করেই বলে দিতাম তুমি আমার পাশে বসো আমার কিছু সুখ কিংবা দুঃখের কথা তোমাকে বলবো | 

এতোই সহজ  না |

নিজের দুর্বলতা , হাসির আড়ালে হৃদয়ে রক্তক্ষরণ , ভালোবাসার আড়ালে কঠিন ভালোলাগা ,

পেছনে ফেলে আসা সুকান্তের চাঁদ | বোবা স্বপ্নে ঘুম ভাঙ্গার আর্তনাদ , নিজের ক্রোধ , অভিমান ,

ভেঙ্গে পড়ার গল্প , বেড়ে ওঠার স্বপ্ন , বুক পকেটে যন্ত্রণাকে আগলে রাখার কারণ  ...

এসবই প্রত্যেকেই কাউকে না কাউকে বলতে চায় ,

এইসব লিখা হৃদয় ডায়েরিটা কাউকে না কাউকে পড়তে দেয় , দিতে চায় |

কেউ কেউ তা পড়ে কেউ কেউ তা পড়ে না |



 ----------------------------------------------------জাহান 



০৩:১৫ রাত 

৩১.০৮.২০১৪ 

3 comments:

  1. দারুন জাহান ভাই । অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য ।

    ReplyDelete
  2. আমি আপনাকে কীভাবে সহযোগীতা করলাম ভাই ? তবে অসংখ্য ধন্যবাদ আমার লেখা আপনার ব্লগে স্থান দেয়ার জন্যে ।

    ReplyDelete
  3. আপনি এতো সুন্দর করে না লিখলে আমিই বা কেমন করে আপনার লেখা পেতাম ?

    ReplyDelete

Thank you very much.