আর্জেন্টিনা মিডফিল্ডার চোটের কারণে বেঞ্চে বসে দেখেছেন, কীভাবে তীরে এসে তরি ডোবে। দেখেছেন কীভাবে উজ্জ্বল স্বপ্ন নিমেষেই মিলিয়ে যায় হাওয়ায়! আর্জেন্টিনার অন্যতম জনপ্রিয় পত্রিকা ওলে গতকালের বিজয়ের পর শিরোনাম করেছে, ‘ফাইনালে যদি ডি মারিয়া খেলতেন তবে কী হতো?’ প্রতিবেদনের একপর্যায়ে বলা হয়েছে, ‘ইতিহাসটা যদি বদলানো যেত...।’ এখানেই ভারী হবে আর্জেন্টিনা সমর্থকদের নিঃশ্বাস। কেননা ইতিহাস যে বদলানোর নয়!
কেবল আর্জেন্টিনা সংবাদমাধ্যম নয়, ডি মারিয়াকে স্তুতিবানে ভাসানো হয়েছে ইউরোপের সংবাদমাধ্যমেও। মাদ্রিদের এএস পত্রিকা আর্জেন্টিনা উইঙ্গারকে অভিহিত করেছে ‘অতিমানবীয়’ হিসেবে। ডেইলি মেইল বলছে, ‘তিন সহায়তা ও এক গোলে বিশ্বচ্যাম্পিয়নদের গুঁড়িয়ে ডি মারিয়া বুঝিয়েছেন কেন ইউনাইটেড তাঁর পেছনে ৬ কোটি পাউন্ড ঢেলেছে।’


No comments:
Post a Comment
Thank you very much.