google-site-verification: googlefee13efd94de5649.html বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের বিদ্যুৎ বিপর্যয় - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Saturday, November 1

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের বিদ্যুৎ বিপর্যয়

বাংলাদেশের ভয়াবহ বিদ্যুৎবিপর্যয় নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের অনলাইনে সংস্করণে খবর প্রকাশ করেছে। গণমাধ্যমগুলোর মধ্যে বিবিসি, ডন, এপি, এএফপি, নিউজ এবিসি উল্লেখযোগ্য।




বিবিসি তাদের খবরের শিরোনাম করেছে, ‘বাংলাদেশ ইলেক্ট্রিসিটি ব্ল্যাকআউট আফটার পাওয়ার লাইন ফেইল’। এতে বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের যুক্ত জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে যাওয়ায় দেশটির বেশিরভাগ এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। দেশটির রাজধানী ঢাকাও কয়েক ঘণ্টা ধরে অন্ধকারে নিমজ্জিত। তবে কখন থেকে এ অবস্থা চলছে তা বার্তা সংস্থাটিতে উল্লেখ করা হয়নি। 

‘ভারতে বিদ্যুৎলাইন ফেইল করায় বাংলাদেশ অন্ধকারে’ শিরোনামে খবর প্রকাশ করেছে এপি। এর কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করেছে।

এএফপি বাংলাদেশ সরকারের বরাত দিয়ে জানায়, ট্রান্সমিশন লাইন ফেইলের কারণে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সরকারের বরাত দিয়ে পাকিস্তানভিত্তিক পত্রিকা ডন জানায়, শনিবার বিদ্যুতের ট্রান্সমিশন লাইন ফেইল করায় পুরো দেশ অন্ধকারে ডুবে রয়েছে। তবে প্রকৌশলীরা এ অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ শুরু করেছে।

ভারতীয় ইংরেজি গণমাধ্যম এনডিটিভি তাদের অনলাইন সংস্করণে ‘Blackout Hits Bangladesh as Power Line From India Fails’ শিরোনামে খবর ছেপেছে।

তারা বলেছে, ভারতের সরবরাহ লাইন বিকল হয়ে পড়ায় সারা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। ভারত থেকে আমদানিকৃত ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য দেশটির কুষ্টিয়া জেলার বহরমপুরে স্থাপিত সাবস্টেশনটি শনিবার বেলা সাড়ে ১১টায় বিকল হয় বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি

No comments:

Post a Comment

Thank you very much.