* ঢাকায় প্রথম টেস্টে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। ৩৯ রানে ৮ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের ইনিংস-সেরা বোলিং এখন তাইজুলের।
* ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়ার পর আটটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই ইনিংসে ৫ উইকেট পাওয়া হয়ে গেল সাকিব আল হাসানের। বাকি রইল কেবল অস্ট্রেলিয়া।
* খুলনা টেস্টে রেকর্ড বইয়ের আরেক পাতায় ঠাঁই নিলেন সাকিব। একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি এত দিন ছিল মাত্র দুজনের—ইয়ান বোথাম ও ইমরান খানের। এই রেকর্ডের সর্বশেষ সংযোজন সাকিব।
* এই প্রথম একই ইনিংসে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুই ওপেনার। এক টেস্টে দুই ওপেনারের সেঞ্চুরিও এই প্রথম।
* চট্টগ্রামে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরিতে তামিম ছুঁলেন আশরাফুলকে। ৬১ টেস্টে ৬ সেঞ্চুরি ছিল আশরাফুলের, তামিম ছুঁয়ে ফেললেন সেটি ৩৭ টেস্টেই।
* টেস্টে চতুর্থবারের মতো ৫০০ রান করল বাংলাদেশ। ৫০০ বা এর চেয়ে বেশি রান করে এই প্রথম জিতল বাংলাদেশ।
* ১২ টেস্টে ৪ সেঞ্চুরি হয়ে গেল মুমিনুল হকের। মাত্র ১২ টেস্টে এত দ্রুত একাধিক সেঞ্চুরি পাননি আর কোনো বাংলাদেশর ব্যাটসম্যান ।
* টানা ৯ টেস্টে ফিফটি ছুঁয়েছেন মুমিনুল। এবি ডি ভিলিয়ার্সের টানা ১২ টেস্ট ফিফটির রেকর্ড ছোঁয়ার সুযোগ আছে তাঁর সামনে।
* হাবিবুল বাশারকে ছাপিয়ে টেস্টে এখন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মুশফিক। ম্যাচে নেতৃত্ব দেওয়া এবং জয় তুলে নেওয়ায় বাংলাদেশের বাকি অধিনায়কদের ছাড়িয়ে গেলেন। ১৯ টেস্টে মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ৪টি, হার ১০ ও ড্র ৫টিতে।
* তিন ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ।


No comments:
Post a Comment
Thank you very much.