google-site-verification: googlefee13efd94de5649.html ইতিহাসের সেরা ১০ জনের একজন মুমিনুল - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Tuesday, November 11

ইতিহাসের সেরা ১০ জনের একজন মুমিনুল

কারো সাথে কথা বলতে রাজ্যের অনীহা। দেখলে মনে হয় একরাশ বিরক্তি নিয়ে বসে আছেন। ফিল্ডিংয়ের সময় অভিব্যক্তি দেখে মনে হয়, কোচের বকুনি খাওয়া অভিমানী শিষ্য বুঝি ! তাঁর হাসিমুখ দেখতে কত তরুণীর কত বিনিদ্র রজনী পার হয়েছে, কে জানে! মুমিনুল কথা বলুন আর না বলুন, তিনিই আজ আলোচনার কেন্দ্রে !




মুমিনুল হাসুন বা না হাসুন, তিনিই আজ কোটি ভক্তের হাসির রেখার উদ্ভাবক! কোচের বকুনি খান বা নাই খান, মুমিনুলের পারফরমেন্সে আজ বিমোহিত সবাই! নুন্যতম টেস্ট খেলে এক হাজার রান স্পর্শ করা আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকায় মুমিনুল আছেন যৌথভাবে দশম স্থানে!

ছোটোখাটো শরীর নিয়ে তাঁর শিল্পের মতো ব্যাটিং বিস্ময় জাগানিয়া। এবার সবাইকে আরও বিস্মিত করলেন মুমিনুল। মাত্র ১১ টেস্ট খেলা মুমিনুলের রান এখন ১০০০+! ক্রিকেট ইতিহাসের ৩০০তম টেস্টে ১১ টেস্ট খেলে হাজার রান পূর্ণ করেছিলেন অস্ট্রেলিয়ান বার্নস্, আর ২১৪১ নাম্বার টেস্টে এসে বিশ্ব ক্রিকেট আবার দেখল একই কীর্তি। মুমিনুল বাংলাদেশের দ্বাদশ ক্রিকেটার যিনি সাদা পোশাকের আন্তর্জাতিক ম্যাচে হাজার রানের মালিক। টাইগারদের হয়ে সবচেয়ে কম টেস্ট খেলে হাজার রানের মালিকদের ক্লাবে ঢোকার রেকর্ডটি এতদিন ছিল বর্তমান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। বাশার খেলেছিলেন ১৬টি টেস্ট।

২৩ বছর বয়সি মুমিনুল ২০ টেস্ট ইনিংসে করেছেন ১০৯০ রান। জিম্বাবুয়ের বিপক্ষে আজ করেছেন নিজের ৭ম ফিফটি। ছোট্ট কিন্তু ঝলমলে এই ক্যারিয়ারে তাঁর রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি। গড় রানটা বিস্ময়করভাবে ভালো, ৫৮.১২! গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে করা ১৮১ রান তাঁর সর্বোচ্চ ইনিংস।

এক নজরে দেখে নেওয়া যাক হাজার ক্লাবের মালিক বাংলাদেশী ব্যাটসম্যানদের-

১. হাবিবুল বাশার – ৫০ ম্যাচ – ৩০২৬ রান

২. মোহাম্মদ আশরাফুল – ৬১ ম্যাচ – ২৭৩৭ রান

৩. তামিম ইকবাল – ৩৬ ম্যাচ – ২৫৬৯ রান

৪. মুশফিকুর রহিম – ৪২ ম্যাচ – ২৪৫০ রান

৫. সাকিব আল হাসান – ৩৬ ম্যাচ – ২৪৪১ রান

৬. জাভেদ ওমর – ৪০ ম্যাচ ১৭২০ রান

৭. খালেদ মাসুদ – ৪৪ ম্যাচ – ১৪০৯ রান

৮. শাহরিয়ার নাফিস – ২৪ ম্যাচ – ১২৬৭ রান

৯. মাহমুদুল্লাহ রিয়াদ – ২২ ম্যাচ – ১২৩১ রান

১০. রাজিন সালেহ – ২৪ ম্যাচ – ১১৪১ রান

১১. মোহাম্মদ রফিক – ৩৩ ম্যাচ – ১০৫৯ রান

১২. মুমিনুল হক – ১১ ম্যাচ – ১০১৯ রান

No comments:

Post a Comment

Thank you very much.