google-site-verification: googlefee13efd94de5649.html লাক্স চ্যানেল আই সুপারস্টার হলেন নাদিয়া - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Saturday, November 8

লাক্স চ্যানেল আই সুপারস্টার হলেন নাদিয়া

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতায় সেরার মুকুট পরলেন নাদিয়া আফরিন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ কার, নগদ ১০ লাখ টাকা ও বাংলাদেশের ফেস অব লাক্স হওয়ার সুযোগ।




এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নাজিফা আনজুম। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ পাঁচ লাখ টাকা। সেকেন্ড রানার আপ হয়েছেন নীলাঞ্জনা নীলা। পুরস্কার হিসেবে নগদ তিন লাখ টাকা পেয়েছেন।

বিচারকদের নম্বর, দর্শকদের ভোট ও আগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবারের বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন নাদিয়া। এ বছর মুকুটের সর্বশেষ দাবিদার ছিলেন পাঁচজন। তাঁরা হলেন নীলাঞ্জনা নীলা, নাজিফা আনজুম, নাদিয়া আফরিন, সুপ্রিয়া শবনম ও ফাহমিদা তাসনিম। দীর্ঘ সময় ধরে তাঁরা আমূল বদলে ফেলেছেন নিজেদের। নিয়মিত জিম করছেন, ডায়েট করছেন। প্রশিক্ষণ নিয়েছেন ক্যাটওয়াক, নৃত্যসহ নানা বিষয়ে। সবার লক্ষ্য মডেলিং ও অভিনয়ের রঙিন জগত্।

আজ শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলনকেন্দ্রে শুরু হয় লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

No comments:

Post a Comment

Thank you very much.