রুল অফ থার্ড মেনে ছবি তুলুন। অর্থাৎ সাবজেক্ট কে অফ-সেন্টারে রেখে ছবি তুলুন।
আপনার স্বাভাবিক শটগুলো নেয়ার পর বিভিন্ন এংগেল থেকে শট নিন। যেমন ডানে, বামে, নিচ থেকে ইত্যাদি।
মডেলের মুখকে ফুল ফ্রেমে রেখেও ছবি তুলুন। প্রয়োজনে মডেলের মুখকে ফুল ফ্রেমে রেখে ক্রপ করুন।
শুধু আপনার সাবজেক্টই নয়। নজর রাখুন ব্যাকগ্রাউন্ডের উপরও। খুব বিজি কোন স্থানের ব্যাকগ্রাউন্ড প্রত্যাহার করুন। ওয়াইড এপারচার ব্যাবহার করে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিন।
মডেলের ড্রেস মডেলের ব্যক্তিত্ব তুলে ধরে। বেশি জাঁকজমকপূর্ন ড্রেস ফটোগ্রাফির প্রধান থিম থেকে চোখ ফিরিয়ে নেয়। মডেলের ড্রেস হিসেবে যথাসম্ভব সাধারন ড্রেস ব্যাবহার করুন।
আপনার ছবি তোলার দূরত্ব চেঞ্জ করুন। শুধু জুম ইন আর জুম আউট করে ছবি না তুলে বিভিন্ন দুরত্বে কাছে বা দূরে গিয়ে ছবি তুলুন।
No comments:
Post a Comment
Thank you very much.