google-site-verification: googlefee13efd94de5649.html পোট্রেট ফটোগ্রাফির কিছু টিপস - ৩ - তারুণ্যের কন্ঠস্বর

HeadLine

News Update :

Tuesday, September 15

পোট্রেট ফটোগ্রাফির কিছু টিপস - ৩

আপনার সাবজেক্টকে সোজা রাখুন। খেয়াল রাখুন সাবজেক্ট মডেল যাতে পিছনে হেলে না থাকেন। এতে ক্যামেরায় সাবজেক্ট সঠিকভাবে আসে না।



সামনে থেকে নেয়া শট সুন্দর আসে। কিন্তু কিছুটা বৈচিত্রের জন্য সাবজেক্ট মডেলের মুখ এবং ঘাড় বিভিন্ন দিকে ঘুরিয়ে আরো কিছু শট নিন।

সবার প্রথমে খেয়াল করুন যে আপনার সাবজেক্ট এর চোখ সঠিকভাবে এক্সপোজড। আরো দেখুন যেন সাবজেক্ট এর চোখে কিছু দিয়ে ছায়া না পড়ে। আরো ভালো পোট্রেটের জন্য কোন লাইট সোর্স থেকে চোখের মনিতে আলো রিফ্লক্ট করুন।



মডেলের হাত বাইরের দিকে ভাজ করে রাখতে বলুন।


মডেলের একটা কমন প্রশ্ন, আমার হাত কোথায় রাখবো! এক্ষেত্রে চারটি জায়গা মনে রাখুন।
  • #চুলে
  • #ঘাড়ে
  • #কোমরে
  • #হালকা করে শরীরের কোন পাশে
এই প্লেসগুলোতেই ঘুরিয়ে ফিরিয়ে একেক বার একেক হাতে রেখে শট নিন।


সাবজেক্ট মডেল এর হাত ফ্লাট করে রাখা পরিহার করুন। এক্ষেত্রে মডেল হাত ব্যান্ড করে রাখতে পারে।

No comments:

Post a Comment

Thank you very much.